নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের আয়োজনে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা ছাত্রলীগের ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে ১০০০ জন গরীব-অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানিম ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাওন আহমেদ নিলয়, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ সম্পাদক কামরুল ইসলাম রতন, সহ-সম্পাদক সাগর আহমেদ, বায়তুল ইসলাম, সাগর দাস, রাব্বি প্রমুখ।
এছাড়াও জেলা সদর ও হোসেনপুর উপজেলার ১৭টি ইউনিয়নে শীর্তাত গরীব অসহায় মানুষেরর মাঝে প্রায় পাঁচহাজার কম্বল বিতরণ করা হয়।
এদিকে জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দরা জানান, এ মৌসুমে শীত চলাকালীন সময়ে জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলায় শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান থাকবে।