অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জুম’আর নামাজের খুদবার আগে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, যৌতুক ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উপস্থিত মুসুল্লীদের প্রতি আহবান জনান অষ্টগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা।
শুক্রবার (১১জুন) উপজেলার কাস্তুল বড় জামে মসজিদের মুসুল্লীদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য রাখেন।
তিনি বলেন, আমরা জনগনের সেবক, আপনারা যে কোন সেবা পেতে দালালের কাছে না গিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহালে আপনারা কখনো হয়রানির শিকার হবেননা। যাদের বৃদ্ধ বাবা-মা আছেন তারা বাবা-মায়ের প্রতি যত্নশীল হউন। যদি এ বিষয়ে আমাদের কাছে কোন বাবা-মা অভিযোগ করেন তবে কাউকে ছাড় দেওয়া হবেনা। এছাড়া তিনি এই করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলের প্রতি আহ¦ান জানান।
এসময় বক্তব্য রাখেন কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, মসজিদের খতিব মাও. মুফতি উবাইদুল্লাহ প্রমুখ।
নামাজের শেষে তিনি মসজিদ সংলগ্ন কাস্তুল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা পরিদর্শন করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।