নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি সারা দেশে ঘটে যাওয়া ধর্ষনের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অষ্টগ্রাম সচেতন ছাত্র সমাজের আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন অষ্টগ্রাম সচেতন ছাত্র সমাজের মাসুদ রানা, তিতুমীর হোসেন সোহেল, সারোয়ার ঠাকুর, রিয়াজুল সৌরভ, মোস্তাক আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা সারা দেশের ঘটে যাওয়া ধর্ষণের মতা জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধর্ষণে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সঠিক হস্তক্ষেপ কামনা করেন অষ্টগ্রাম সচেতন ছাত্র সমাজের নেতৃবৃন্দরা।
এছাড়া মানববন্ধনে ছাত্রনেতা রুহুল আমিন রনি, রুমন বনিক, সেজান সোহাগ, মোস্তাক আহমেদ, ইকরাম মুন্না, ইউনা, শৈলী, নুরুল আমিন নুনুসহ এলাকার সচেতন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি ধর্ষণ বিরোধী মৌন মিছিল অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অষ্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে মানববন্ধনের কার্যক্রেমের সমাপ্তি ঘোষনা করেন অষ্টগ্রাম সচেতন ছাত্র সমাজ।