আমিনুল হক নজরুল (চট্রগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে চুরি ও প্রতারণা মামলায় ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে ইয়াবা রফিক (৪৫) কে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুমিরা থেকে তাকে গ্রেপ্তার কররা হয় বলে জানান । গ্রেপ্তারকৃত রফিকুলের বিরুদ্ধে একটি চুরির মামলা ও চেক প্রতারণার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।