নিজস্ব সংবাদদাতা: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে নির্বাচনী গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডী।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পৌর এলাকার হোসেনপুর বাজারে এই নির্বাচনী গণসংযোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল সোহাগ, এমরুল হোসাইন, আহমুদুল হাকিম জাহিদ, নাসির উদ্দিন, রোমান, আড়াইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেনু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আল আমিন অপু, সাধারণ সম্পাদক বিপুল আলম প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ভিপি রাইসুল হাসান কেনেডী দীর্ঘদিন যাবৎ পৌরসভাসহ বিভিন্ন এলাকার ছাত্র, যুবক ও শ্রমজীবীসহ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি এরই মধ্যে পরিচ্ছন্ন রাজনীতির ধারক-বাহক হয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন। তিনি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবেন এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।