অষ্টগ্রাম প্রতিনিধি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে করোনা (কোভিড-১৯) নিয়ন্ত্রণে লকডাউন পরিস্থিতিতে স্বাভাবিক চলাচলে বিধি নিষেধ আরোপে ক্ষতিগ্রস্ত চারশত পরিবারে ত্রাণ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
৪মে (মঙ্গলবার) দুপুরে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে কোর্ট বিল্ডিং চত্বরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম এ ত্রাণ বিতরণ করেন। এ সময় অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজবা আরিফ খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমাছ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিন, দেওঘর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম মিয়াসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ্য যে, চারশত পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার সোয়াবিন তৈল ও একটি মিষ্টি কুমড়া প্রদান করা হয়েছে।