নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ভুদ্ব করণ কর্মসূচী ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদের তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আ.ন.ম. নৌশাদ খান বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মাহবুব ইকবাল।
সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সর্বস্তরের মানুষকে সচেতন ও গুজব থেকে দুরে থাকার আহবান জানান এবং ভ্যানে চড়ে সর্ব সধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল দিক পরিদর্শন করেন এবং অদুর ভবিষ্যতে হাওরে আরও উন্নত চিকিৎসার আশ্বাস প্রদান করেন।