অষ্টগ্রাম প্রতিনিধি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে করোনা পরবর্তী সময়ে স্কুল খোলার প্রস্তুতি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশেপাশের এলাকায় জীবানু নাশক স্প্রে করার মাধ্যমে জীবানুমুক্ত করণ অভিযান শুরু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাস্তুল বাজারে পরিষদের চেয়ারম্যান সাইফুল হক রন্টি এ অভিযান উদ্বোধন করেন। এ সময় অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, স্বাস্থ্যকর্মী রেশম খান, ইউপি সদস্যগণসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি বলেন, করোনা পরবর্তী সময়ে শীঘ্রই সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছি। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।