মোঃ আতাউল গনী, নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙ্গালপাড়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চৌদ্দ মাদল উপলক্ষে বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত মেলায় মা ও শিশু হাসপাতাল ভৈরবে’র উদ্যোগে ডায়াবেটিস চেকআপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২০ জানুয়ারি) ফিতা কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের সিনিয়র মার্কেটিং অফিসার নাজমুল ইসলাম, মার্কেটিং অফিসার সহদেব বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙ্গালপাড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি কামরুল ইসলাম ভূইয়া, যুবলীগ সভাপতি আঃ জলিল মোল্লাহ, বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল হক, বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় স্বাস্থ্য সহকারী মোঃ জারহান মিয়া ও বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ উক্ত ক্যাম্প পরিদর্শন করেন।
আজ প্রায় ৩শ রোগীকে উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মা ও শিশু হাসপাতালের এরূপ সেবায় মেলায় আগত দর্শনার্থী ও রোগীরা সন্তোষ প্রকাশ করেন।