অষ্টগ্রাম প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় কোমল পানীয় (ক্লেমন) পান করে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ্য হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তারা হলেন মোঃ সাহাবুদ্দিন (৩২) পিতা রহিছ উদ্দিন, সায়েরা খাতুন (৩০) স্বামী মোঃ সাহাবুদ্দিন, হামিম মিয়া (৯) পিতা মোঃ সাহাবুদ্দিন, তামিম মিয়া (৬) পিতা মোঃ সাহাবুদ্দিন , তাসকিন বেগম (৫) পিতা মোঃ সাহাবুদ্দিন, তাসকিয়া বেগম (২) পিতা মোঃ সাহাবুদ্দিন। তারা উপজেলার হুমাইপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা।
সাহাবুদ্দিনের মামা হাবিব মিয়া জানান, আজ দুপুরে তাদের পরিবারের সবাই একই বোতল থেকে কোমল পানীয় (ক্লেমন) পান করে নিজ বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে। আধা ঘন্টা পর জ্ঞান ফিরে এলেও কেউ উঠে বসতে পারছিলনা। তাদের চিকিৎসার জন্য অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মিজানুর রহমান জানান, সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন আমাদের তত্বাবধানে রয়েছে। ৪ ঘন্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত কিছুই বলা যাচ্ছেনা।