ভিশন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের একেবারে কাছাকাছি চলে আসায় শুক্রবার জো বাইডেন বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর মহামারি করোনাভাইরাস মোকাবেলায় কোন সময় নষ্ট করবেন না। খবর এএফপি’র।
ডেলাওয়্যারে তার নিজ শহর উইলমিংটন থেকে রাতের শেষ ভাগে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ‘এ ভাইরাস নিয়ন্ত্রণের পদক্ষেপের ব্যাপারে আমরা আমাদের পরিকল্পনা গ্রহণের বিষয় আমি প্রথম দিনেই আপনাদের সকলকে জানাতে চাই।’
বাইডেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন। মঙ্গলবারের নির্বাচনের পর থেকে ভোট গণনায় এগিয়ে থাকায় তিনি এমন আশা ব্যক্ত করেন। তবে তিনি তড়িঘরি করে নিজেকে বিজয়ী ঘোষণা করা থেকে বিরত রয়েছেন।
তিনি সরাসরি দুই ভাগে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন।
বাইডেন বলেন, ‘এখন জাতিকে পুনরুদ্ধারে আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে।’