আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে অভিযুক্ত ৩২ জনের সবাইকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের আদালত।
১৯৯২ সালের ডিসেম্বরে গুড়িয়ে দেওয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। সেই ঘটনার দীর্ঘ ২৮ বছর পর বুধবার মামলার রায় ঘোষণা হল।
লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব রায়।
রায় ঘোষণার সময় অভিযুক্ত ৩২ জনের মধ্যে ২৬ জন আদালতে উপস্থিত ছিলেন।
অভিযুক্তদের মধ্যে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পান লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী, উমা ভারতী, কল্যাণ সিংহ, সতীশ প্রধান এবং রামমন্দির ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন।
এদিকে, বাবরি ধ্বংস পূর্ব পরিকল্পিত ছিল না বলে রায়ের পর্যবেক্ষণে বলেছেন বিচারক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার