আমিনুল হক নজরুল,নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি রামগড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ৪৩ বিজিবি দুঃস্থদের মাঝে বস্ত্রবিতরণ করেছে।
আজ রবিবার সকাল থেকে রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা খাগড়াবিল ও বৈদ্যনপাড়ায় দুইশত দুঃস্থ পাহাড়ি ও বাঙ্গালি পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন রামগড় ৪৩ বি জি বির জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ারুল মাযাহার।
বস্ত্র সামগ্রীর মধ্যে ছিল পাহাড়ি রমণীদের পরিধারনের থামি, শাড়ী এবং লুঙ্গী।
বস্র বিতরণ শেষে জোন অধিনায়ক নায়ক গণমাধ্যম কর্মীদের জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বি জি বি দুইশত দুঃস্থদের মাঝে বস্র বিতরন ছাড়াও সাম্প্রতিক সময়ে সাড়ে আট শত শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ৪৩ বিজিবি। সীমান্তে আইনশৃঙ্খলা মাদক, চোরাচালান দমনের পাশাপাশি বিজিবির মানবিক কায্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলন জোন জে সি ও নায়েব সুবেদার মোঃ ইউসুফ আলী, খাগড়াবিল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ হুমায়ুন কবির ও গণমাধ্যম কর্মীরা।