আতাউল গণি, নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম ভূইয়া (৪৫)’র অকাল মৃত্যুতে বাঙ্গালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)’র উদ্যোগে এক শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ (২২জানুয়ারি) বিকাল ৩.০৫ ঘটিকায় বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকসু’র প্রতিষ্ঠাতা সদস্য আবু সাঈদ মিয়া, কামরুল ইসলাম ভূইয়া, বাকসু’র সম্মানিত সদস্য তুষার সরকার, আসমত আলী, সোহরাব হোসেন, জারহান মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রয়াতের গুণগ্রাহী ছাত্র-ছাত্রী।
বাকসুর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন-খাইরুল ইসলাম ভূইয়া ছিলেন অত্যন্ত বিনয়ী, ভদ্র, নিবেদিত প্রাণ শিক্ষক। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, সমাজকর্মী ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে সমাজ তথা সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
সভায় তার জীবন ও কর্মের উপর আলোচনা করা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।