আতাউল গনী, নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রফিকুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও নাসির উদ্দিনের সঞ্চালনায় অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ফারুককে সভাপতি ও বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাছুম মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন করা হয়।