অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কঠোর লকডাউনের ৫ম দিনে স্বাস্থ্য বিধি না মানায় ৭ জনকে ২২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (০৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি যৌথ ভাবে অষ্টগ্রাম সদর ও কাস্তুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্কাউট ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলম এ প্রতিনিধিকে জানান, করোনা সংক্রমনের উর্ধ্বগতি ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। এ অবস্থায় জনগণকে স্বাস্থ্যবিধি মানায় বাধ্য করতে প্রতিদিনের কাজের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।