অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে সড়ক দূর্ঘটনায় সনম (২৩) ও রফিকুল ইসলাম (২৪) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহত সনম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে ও রফিকুল ইসলাম একই এলাকার আনাছ মিয়ার ছেলে।
রোববার (১৬ মে) সন্ধ্যার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে মিঠামইন উপজেলার ঢাকী ব্রিজ ও মামুদপুর এলাকার মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানাযায়, কিশোরগঞ্জের হাওরে অলওয়েদার সড়কে সনম, রনি ও রফিকুল ইসলাম নামে তিন বন্ধু একই মোটর সাইকেলে ইটনা যাওয়ার পথে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই সনমের মৃত্যু হয়।
গুরুতর আহত রফিকুল ও রনিকে হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টায় রফিকুল মৃত্যুবরন করে এবং আশংকাজনক অবস্থায় রনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।