নিজস্ব প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ২৮ গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করেছে উপজেলা প্রশাসন।
আজ সকাল সাড়ে দশ টায় দেশব্যাপী ৬৬ হাজার গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে অষ্টগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ২৮ গৃহহীন পরিবারের কাছে উপজেলা প্রশাসন জমির কাগজপত্র হস্তান্তর করেন।
এর আগে এক আলোচনা সভায় সুবিধাভোগী পরিবারের সদস্যগণ আবেগে অশ্রুসিক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারী রোটারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাছেদ মিয়া ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব প্রমুখ।