নিজস্ব সংবাদদাতা: অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ এর পিতা মোঃ জাহেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে অসুস্থ হয়ে অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আলমদিঘীরপাড়া এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি পেশায় একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এই আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এমপি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, মহান আল্লাহপাক মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।