নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে দেশব্যাপী হেফাজতে ইসলামের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ।
সোমবার (২৯ মার্চ) দুপুরে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেখ তৌফিকুল ইসলাম তারিফ ও যুগ্ম আহ্বায়ক শামসুল আলম শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নঈম, রিয়াজুুল ইসলাম সৌরভ, কেএম রাশেদুন্নবী তানভীর, মোমেন শাহ, শাহারিয়ার নাদিম, বেলাল আহমেদ, সিহাবুল সৌরভ, নবীন নাব্য, সদস্য রাসেল মিয়া, বিল্লাল হোসেন রামিন, আব্দুস সাত্তার শাওন, মুন্না হাসান, হরিশংকর ঋষি প্রমুখ। এছাড়া অষ্টগ্রাম উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় সমাবেশে বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামের সকল প্রকার নৈরাজ্য, হামলা, ভাংচুরের কঠিন জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।