নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনাতে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষনার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ, পানিতে ডুবে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক (এমপি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এসব চেক বিতরণ করা হয়।
এ সময় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষনার্থী ১৮০ জনের মাঝে প্রত্যেককে ১৮ হাজার টাকার চেক, পানিতে ডুবে নিহত ১০ জনের পরিবারের মধ্যে প্রত্যেককে ২০ হাজার টাকার চেক ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৮ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় মোট ৩৮ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রমুখ।
পরে ইটনা উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ করা হয়।