বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকালে স্বাস্থ্যবিধি মেনে গুরুদয়াল সরকারি কলেজ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা করা হয়। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রস্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মহসিন খান, ইংরেজী বিভাগের প্রভাষক মাহবুবা, তহুরা খাতুন, ব্যবসায় প্রশাসন বিভাগের নিবেদিতা দত্ত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, ট্রাস্টি সদস্য মনিরুল হক, প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান খান, প্রমোশন ইনচার্জ মহসিন উদ্দিন, সহাকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী অফিসার মওদুদ আহমেদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি আয়োজনের অন্যান্য অংশ হিসেবে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকচিত্র প্রদর্শনীসহ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ৫০টি আকর্ষণীয় আতশবাজির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল।