সিনিয়র করেসপন্ডেন্ট: এটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন (কিশোরগঞ্জ-৪) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এক শোক বার্তায় এমপি তৌফিক মাহবুবে আলমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোক বার্তায় এমপি তৌফিক বলেন, তিনি দেশের ১৫তম এটর্নি জেনারেল হিসেবে দীর্ঘ সময় ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। বাংলাদেশে এক কঠিন সময়ে তিনি এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘকাল একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্ট বারে প্র্যাকটিস করেছেন নেতৃত্বও দিয়েছেন। তাঁর আকষ্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।