বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টের সদস্য ব্যরিস্টার রিয়াদ আহমেদ তুষার।
অনুষ্ঠানে আলোচকগণ ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যের কথা তুলে ধরে বলেন, ঐতিহাসিক এই দিনেই বাংলার স্বাধীন সূর্যের সূচনা হয়। এই ৭ই মার্চ রেইসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও বাঙ্গালির মুক্তির বার্তা দিয়েছিলেন। সকলকে ৭ই মার্চের ভাষণ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূঞা প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ সভায় আলোচনা করেন।
এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আফরোজা আক্তার সুমি।