নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জ হয়বতনগর দেওয়ান বাড়ীর সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার আজ শুক্রবার (১ এপ্রিল) ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া……….রাজিউন।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বুধবার (৩১ মার্চ) তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।
গত ২৯ মার্চ তাঁর প্রথম নমুনা সংগ্রহের পর রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উনার নামাজে জানাজা আজ বাদ জুম্মা সাহেব বাড়ী জামে মসজিদে (হয়বতনগর মসজিদ) অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানগণকে জানাযায় অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে।