নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি হত্যা মামলায় আপন দুই ভাইসহ চারজনকে প্রাণদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে কাশেম ও তার ভাই নজরুল, গ্রামের ফজলুর রহমানের ছেলে লিটন ও প্রয়াত শুকুর মাহমুদের ছেলে ছাত্তার।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিংগুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে খোকন, আব্দুল কাদিরের ছেলে সিরাজ উদ্দিন ওরফে সিরাজ, আব্দুল বারীর ছেলে কান্তু মিয়া ও আসনপুর গ্রামের প্রয়াত চানফরের ছেলে শাহেদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৩ এপ্রিল রাত দেড়টার দিকে করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের গণপূর্ত বিভাগের সাবেক কর্মচারী আব্দুর রহমান আমিনের বাড়িতে আসামিরা ডাকাতির জন্য ঢোকেন।
এ সময় তারা ছুরি দিয়ে আব্দুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও দা দিয়ে কোপান। তার স্ত্রী নূরুন্নাহারকেও ছুরিকাঘাত করেন তারা। পরে নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ বিভিন্ন মাল নিয়ে পালিয়ে যান।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নূরুন্নাহার বাদী হয়ে চিহ্নিত ৮ জনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।