তোফায়েল আহমেদ: কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমনের মাতা আছিয়া আক্তার (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার (১০ জানুয়ারী) সকাল ১১.০০ টায় বার্ধক্যজনিত অসুস্থতার কারনে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ২ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি একজন সহজ-সরল, সাদামাটা জীবনের অধিকারী ছিলেন। মরহুমার মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।