ভিশন ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও এলাকায় একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী। রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নোয়াখালী থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী নীলাচল পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪- ২৯৩৭ নং বাসটি মহাসড়কের ঈদগাঁওস্থ ইসলামাবাদ ওয়াহেদর পাড়া অংশে পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের পুরো অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই এক পর্যটক যাত্রী নিহত হন এবং আরও ১০ যাত্রী আহত হন। হতাহত কারো পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।