ভিশন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন ইউনিট।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৩ হাজার ৫৩৮ পিস ইয়াবা, ১২৩.৮ গ্রাম হেরোইন, ৪২ কেজি ৬০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ ক্যান বিয়ার ও ৭২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।