ভিশন ডেস্ক: রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে চলছে তুমুল সংঘর্ষ। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
ছাত্রদলের নেতা-কর্মীরা প্রেস ক্লাবের ভিতরে দাঁড়িয়ে ছিল এবং বাইরে অবস্থান করছিল পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় আসলে পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়।
প্রেসক্লাবের মধ্যে থেকে ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও লাঠিচার্জ শুরু করে। ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এসময় পুলিশ-সাংবাদিকসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।