বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: কিশোরগঞ্জের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফের মোঃ আরজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইন অনুষদের ডীন প্রফেসর রফিকুল আলম, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যের কথা তুলে ধরেন। বাংলা ভাষার সঠিক ব্যবহার ও ভাষা বিকৃতির বিষয়ে সকলেকে সচেতন থাকতে হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী, প্রভাষক নিবেদিতা দত্ত, আমানউল্লাহ ভূঞা, আইন বিভাগের প্রভাষক মনজুরুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল্লাহ ভূঞা, আসমা পারভীন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহাম্মদ, আনিুসুজ্জামান প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আল মুরসালিন সম্রাট।
এছাড়া ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন হতে একটি প্রভাতফেরি মিছিলের আয়োজন করা হয়। প্রভাতফেরিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। স্বাস্থবিধি মেনে প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আমানউল্লাহ ভূঞা, সহকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।