ভিশন ডেস্ক: রাঙামাটির কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে পরে দুর্ঘটনা ঘটেছে। এতে চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নিহতরা হলেন- ট্রাকের ড্রাইভার আরাফাত, হেলপার বাচ্চু ও ঠিকাদারের চালানদার জহুরুল হোসেন। নিহত তিনজনই রাঙামাটি শহরের বাসিন্দা হলেও ট্রাক ড্রাইভারের বাড়ি চট্টগ্রামের অক্সিজেন, হেলপারের বাড়ি রামগড় ও চালানদারের বাড়ি লালমনিরহাট হতে পারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই অরূপ।
স্থানীয়রা জানান, পাথর বোঝাই ট্রাকটি বেইলি ব্রিজে ওঠার সাথে সাথে ব্রিজটি ভেঙে ট্রাক নিচে পরে যায়।
রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, দুর্ঘটনার পর সংবাদ পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। সেখান থেকে তিনজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের নাম পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।