বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) রবিবার সকালে বিশ্ববিদ্যালয় হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন।
আলোচনা সভায় আলোচকগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান খান, মোঃ মহসিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোাঃ বদরুল হুদা সোহেল।