ভিশন ডেস্ক: ১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুরে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।
কোটচাঁদপুরের স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে এ রুটে পার্বতীপুর থেকে তেলবাহী ট্রেন ও যশোর নোয়াপাড়া থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করছিল। এসময় তারা সিগনাল অমান্য করলে রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: বাংলানিউজ