নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী শফিকুল গণি ঢালী লিমন।
মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন শফিকুল গণি ঢালী লিমন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও নৌকা প্রতীককে সমর্থন করে দলীয় শৃঙ্খলা রক্ষার নিমিত্তে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। তিনি নৌকা প্রতীকের পারভেজ মিয়ার পক্ষে কাজ করারও ঘোষণা দেন এবং তাকে জয়যুক্ত করার জন্য সার্বিকভাবে কাজ করবেন বলে জানান।
তিনি বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ছিলেন এবং নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক পেয়েছিলেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ প্রমুুখ।