পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়েছে মিরপুরে সড়কে নেমে আন্দোলন করা পোশাক শ্রমিকরা। এ সময় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে এগারোটা নাগাদ মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হলের সামনে অবস্থানরত শ্রমিকদের সড়ক ছাড়তে বলে পুলিশ। কিন্তু শ্রমিকরা তাতে রাজি হয়নি। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে শ্রমিকরা।
পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয় শ্রমিকরা।
আবুল হালিম নামে একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, হুট করেই পোশাক শ্রমিকরা পুলিশের উদ্দেশ্য ইটপাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ সামনে এগিয়ে কয়েকটি টিয়ারশেল মারে। তারপর শ্রমিকরা দিগ্বিদিক ছুটে যায়।
মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। আমরা তারপর অ্যাকশনে যাই।
এদিকে মিরপুর-১ নম্বর চাইনিজ এলাকায় বেলা ১২টায় লাঠিচার্জ করে পুলিশ। এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এমজে/