অনেকেই গুগল অ্যাকাউন্ট সারাক্ষণ লগইন করেই রাখেন। এতে কিন্তু আপনার তথ্য অনের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তবে লগআউট করার পর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে পড়তে হয় বড় ঝামেলায়।
তবে চিন্তার কোনো কারণ নেই। খুব সহজেই পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। অনেকেই মনে করেন পাসওয়ার্ড ভুলে গেলে তা অ্যাকাউন্টটিকে আর কোনোভাবেই ব্যবহার করা যায় না। এ জন্য বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এ জন্য আপনার আর চিন্তা করতে হবে না। কারণ গুগলের সাহায্যেই আপনি আবার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
জেনে নিন উপায়
* প্রথমে আপনাকে ধপপড়ঁহঃং.মড়ড়মষব.পড়স এ যেতে হবে।
* তারপর আপনাকে আপনার জি-মেইল বা মোবাইল নম্বর লিখতে হবে।
* এরপর ফরগট পাসওয়ার্ডে ক্লিক করুন।
যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি গুগল অ্যাকাউন্ট এরই মধ্যে সেট আপ করা থাকে, তাহলে আপনাকে একটি প্রম্পট পাঠানো হবে।
* এতে আপনি ইয়েস, ইটস মি-তে ক্লিক করুন।
* তারপর আপনাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।
এমজে/