মোঃ আতাউল গনী, অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৮.৩০ ঘটিকায় অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ হতে শুরু হয়ে অষ্টগ্রাম- ইটনা-মিঠামইন সড়কে নির্ধারিত এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের ব্যানারে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ সহ উপজেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।