স্পোর্টস ভিশনঃ হঠাৎই এক খবরে সব ওলট-পালট হয়ে গেল। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চান এই সংবাদে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।যেখানে এক ফ্যাক্সের মাধ্যমে তাকে ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সমর্থকদের সবচেয়ে বড় দাবি, মেসি থেকে যাও। এমন স্লোগানে গলা ফাটিয়ে যাচ্ছেন। স্টেডিয়ামের সামনেই আন্দোলন-বিক্ষোভ চলছে। পাশাপাশি অবশ্য ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউর পদত্যাগের কথাও জানাচ্ছেন তারা।
মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ এক বছর বাকি। তবে বর্তমান চুক্তি অনুযায়ী মৌসুম শেষে ক্লাব ছাড়ার সুযোগ আছে মেসির। সেক্ষত্রে রিলিজ ক্লজও লাগবে না। কারণ মেসি যেতে চাইলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে পরিগনিত হবেন। কিন্তু তিনি না যেতে চাইলে এবং বার্সা ছাড়তে না চাইলে তাকে কিনতে যেকোনো ক্লাবকে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। কিন্তু মেসি নিজেই যেতে চাইলে এখন ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান দরদাম করতে পারবে।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়ার পর থেকেই বার্সায় ঝড় বয়ে যাচ্ছে। এরইমধ্যে কিকে সেতিয়েনের জায়গায় নতুন কোচ এসেছেন। আর দায়িত্ব নিয়েই নতুন কোচ কোম্যান দলের ‘বুড়ো’দের বিদায় করে দেওয়ার কথা বলছেন। মেসির ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেছেন তিনি। সেই বৈঠকে মেসি ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। কিন্তু একান্ত বৈঠকের তথ্য বাইরে চলে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মেসি।