স্পোর্টস ডেস্ক: সতীর্থ ওসমান ডেম্বেলেকে দিয়ে গোল করান লিওনেল মেসি। শেষ দিকে আর্জেন্টাইন সুপারস্টার নিজেও গোল করেন একটি। ফুটবল জাদুকরের নৈপুণ্যে লা লিগার লড়াইয়ে কাতালানরা ২-০ গোলে হারিয়েছে ফর্মে থাকা সেভিয়াকে।
দুরন্ত এ জয় দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে বার্সা। এতে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে এসেছে দুইয়ে।
স্প্যানিশ লিগে মেসি জয় পেলেও ইতালিয়ান সেরি-এ’তে ক্রিশ্চিয়ানো রোনালদো খেয়েছেন হোঁচট। নিজে গোল করেও দলকে জেতাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। অতিথি জুভেন্টাসকে ১-১ গোলে রুখে দিয়েছে হেলাস ভেরোনা।
ফেডেরিকো চিয়েসার পাস থেকে কোচ আন্দ্রেয়া পিরলোর দলকে এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। স্বাগতিক ভেরোনাকে সমতায় ফেরান অ্যান্তোনিন বারাক।